সরকার করোনাকে অবজ্ঞা-অবহেলা করেছে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার দুর্ভাগ্যজনকভাবে এই বিষয়টা (করোনা) নিয়ে অবজ্ঞা করেছে। অবহেলা করেছেন। যার ফলে দেশে চরম একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে।’
বিএনপি নেতা বলেন, ‘এটা শুধু বাংলাদেশেই নয়। সারাবিশ্বেই এই দুর্যোগ আসছে। সেজন্য আমরা নির্দিষ্টভাবে কাউকে দোষারোপ করতে চাই না। সরকারের যে দায়িত্বশীলতার প্রয়োজন রয়েছে সেটা আমাদেরকে প্রচণ্ডভাবে ব্যাথিত করেছে। এমন দায়িত্বহীনতা নিঃসন্দেহে একটা অপরাধের পর্যায়ে পরে।
আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, ‘করোনাভাইরাস যখন চীনে ভয়াবহ আকার ধারণ করেছিলো তখনই আমরা সরকারকে এটি মোকাবেলায় প্রস্তুতি নিতে বলেছি। কিন্তু সরকার সেটা করেনি। আমাদের কাছে যেটা মনে হচ্ছে যখন করোনা মোকাবেলায় প্রস্তুতি নেওয়া দরকার ছিলো তখন সরকার ব্যস্ত ছিলো তাদের দলীয় কর্মসূচি বাস্তবায়নে।’
‘করোনা পরীক্ষা ও চিকিৎসার সঙ্গে যে ডাক্তার-নার্সরা জড়িত তাদের জন্য যে সরঞ্জাম দরকার সেগুলো প্রস্তুত করতেও সরকার ব্যর্থ হয়েছে। এমনকি করোনা পরীক্ষার যে কিট দরকার সেটারও কোনো ব্যবস্থা ছিলো না।’
বিএনপির মহাসচিব আরো বলেন, ‘আমরা এই বিষয়গুলোকে মাথায় নিয়েই প্রথম দিন থেকেই করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করেছি, পোস্টার লাগিয়েছি, জনগণকে সচেতন করার কাজ করছি। আমরা আমাদের সব কর্মসূচি বাতিল করেছি।’
একই সঙ্গে স্বাধীনতা দিবসের সব কর্মসূচি এবং সারাদেশে নেতাকর্মীদের দলীয় সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার কথা বলা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল।