সরকার করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে : ওবায়দুল কাদের
করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের দলীয় সব আয়োজন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সভাকক্ষে আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।
কাদের আরো বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিজয়ী হতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘দেশে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা বিরাজ করছে। সরকার করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’ এ যুদ্ধে বিজয়ী হতে সবাইকে সহায়তা করার আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কাজেই দলীয় কর্মসূচি বাতিল করা হয়েছে।’
সরকার কোনো তথ্য গোপন করছে না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘চীনকে অনুসরণ করে যুদ্ধ জয়ের কৌশল হিসেবে কিছু কৌশল অবলম্বন করা হয়েছে।’