সরকার পতনের আন্দোলনে সবাইকে এক থাকতে হবে : গয়েশ্বর
রাজপথে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের সরকার পতনের আন্দোলনে সবাইকে এক থাকতে হবে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ড. রেদোয়ান আহমদের মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে গয়েশ্বর এসব কথা বলেন। গণতান্ত্রিক যুবদল এই সমাবেশের আয়োজন করে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জাতীয় সরকার রূপরেখার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি অনেকে অনেক সরকার বানানোর কথা বলছেন। তাদের বলব, তার আগে তো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। এই সরকারকে বিদায় না করে কীভাবে আরেকটি সরকার হবে? বরং বর্তমানে যে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আছে, তারাই লাভবান হবে। তাই আসুন ঐক্যবদ্ধভাবে রাজপথে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের বিদায় করি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলিকে অনুরোধ করবো, আসুন এককাতারে এক সুরে পথ চলি।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, 'আমরা জনগণের পক্ষ দাঁড়াতে চাই। তাই আমাদের এমন কিছু করা চলবে না, যেন আমাদের মাঝে বিভক্ত তৈরি হয়। আমাদের একটাই শর্ত এই সরকারের পতন এবং জাতীয় সংসদ বাতিল করতে হবে। সরকারের পতনের পর যদি কোন দর কষাকষি থাকে সেটা দেখা যাবে। কিন্তু আমাদের সরকার পতনের আন্দোলনে এক থাকতে হবে।
এসময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ড. রেদোয়ান আহমদসহ মিথ্যা মামলায় বন্দি সকল রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি করে বলেন, রেদোয়ান আহমদও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী। আমরা তার মুক্তি দাবি করছি।
গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক আমান সোবহানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ মনি, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল প্রমুখ।