সাংবাদিক নাদিয়া শারমিনের পৈতৃক বাড়িতে হামলায় ক্র্যাবের নিন্দা
সাংবাদিক নাদিয়া শারমিনের পৈতৃক বাড়িতে দুই দফা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব। ক্র্যাবের দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই হামলার ঘটনায় নিন্দা জানান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশিদসহ কার্যনির্বাহী সদস্যরা। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
নাদিয়া শারমিন জানান, বাগেরহাট রণবিজয়পুরে তার পৈতৃক বাড়িতে দুই দফা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার সকালে প্রথম দফা হামলা চালায়। ওই হামলায় আহত হন বাড়ির কেয়ারটেকার ইউনুস শেখ। এ বিষয়ে বাগেরহাট সদর থানায় মামলা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পরদিন রোববার ভোরে আবারও হামলা চালিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। অথচ পুলিশের কোনো ততপড়তা নেই।’