সাংবাদিক রুবেল হত্যাকাণ্ডে আরও একজন গ্রেপ্তার
কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যায় জড়িত সন্দেহে ইমরান শেখ ইমন (৩২) নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া শহরের রাজার হাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁকে আদালতে তোলা হয়।
আজ বিকেলে পুলিশ সুপার মো. খাইরুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন । তিনি জানান, গতকাল রাত ১১টার দিকে কুষ্টিয়া শহরের রাজার হাট এলাকা থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি রুবেল হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন।
গ্রেপ্তার ইমনের বাড়ি শহরের বাবর আলী গেট এলাকায়।
পুলিশ সুপার লিখিত বক্তব্যে জানান, সাংবাদিক রুবেল নিখোঁজ হওয়ার পর থেকেই জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করতে থাকে। গত ৭ জুলাই কুমারখালীর গড়াই নদী থেকে রুবেলের মরদেহ উদ্ধারের পর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। সেই সঙ্গে গোয়েন্দা দল, সাইবার ক্রাইম ইউনিট এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি বিশেষ টিম মাঠে নামে। নৌপুলিশও তাদের তৎপরতা অব্যাহত রাখে।
এরই পরিপ্রেক্ষিতে প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে ইমনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল হত্যাকাণ্ডের বিষয়ে ইমনের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি তথ্য দেওয়া সম্ভব না বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘সাংবাদিকতার বিষয় নিয়ে তাঁকে হত্যা করা হয়নি। এর সঙ্গে অন্য একটি বিষয় জড়িত। যেহেতু এই মামলায় আরও অনেকে জড়িত আছে, তাই এখনি পুরো বিষয়টি পরিষ্কার করা যাচ্ছে না। এতে আসামিরা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে।’
পুলিশ সুপার আরও জানান, ইমনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।
পরে আটক হওয়া ইমরান শেখ ইমনকে কড়া পুলিশ পাহারায় কুষ্টিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।
এর আগে গত ২০ জুলাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কাজী সোহান এবং খন্দকার আশিকুর রহমান জুয়েল নামে দুজনকে আটক করে র্যাব-১২।
উল্লেখ্য, গত ৩ জুলাই রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় ‘দৈনিক কুষ্টিয়ার খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রুবেল। নিখোঁজের পাঁচ দিন পর ৭ জুলাই দুপুরে কুমারখালীর গড়াই নদী থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।