সাঈদীর বিরুদ্ধে মামলার সাক্ষীকে মারধর, যুবক আটক
যুদ্ধাপরাধ মামলায় সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী আব্দুল জলিল শেখকে (৭০) পিরোজপুরের ইন্দুরকানীতে মারধরের ঘটনা ঘটেছে।
সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় নিয়ে জলিলকে মারধরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।
জলিল শেখের বাড়ি পিরোজপুর সদরের চিথলিয়া গ্রামে। পার্শবর্তী ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বন্দরে ইলেকট্রনিক্স মালামাল মেরামতের একটি দোকান রয়েছে।
মারধরের ঘটনায় পুলিশ জাহিদুল হাওলাদার (৩৫) নামের যুবককে আটক করেছে। জাহিদুলের বাড়ি খুলনার রামনগরে। জাহিদুল পাড়েরহাটে ড্রেজিংয়ের ট্রলারে শ্রমিকের কাজ করেন।
শুক্রবার রাতে উপজেলার পাড়েরহাট বন্দরে জলিল শেখকে মারধরের ঘটনা ঘটে। পুলিশ আহত জলিল শেখকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুরে সদর হাসপাতালে ভর্তি করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন জলিল জানান, বৃহস্পতিবার এক যুবক একটি আইপিএস মেরামতের জন্য নিয়ে আসে যা আজ শুক্রবার দেওয়ার কথা ছিল। সন্ধ্যা ৭টার দিকে আইপিএসটি ফেরত নিতে আসে জাহিদুল। সেটির মেরামত কাজ শেষ না হওয়ায় এবং জাহিদুলের কাছে দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে জাহিদুল দোকান থেকে জলিলকে নামিয়ে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করে। পরবর্তীতে কাছেই থাকা পুলিশ এবং স্থানীয়রা এগিয়ে এসে জাহিদুলের হাত থেকে জলিলকে রক্ষা করে।