সাতক্ষীরায় আজ থেকে আম সংগ্রহ শুরু
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বেঁধে দেওয়া সময় শেষ হওয়ায় আজ থেকে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু হয়েছে। শুক্রবার (৫ মে) থেকে আনুষ্ঠানিকভাবে পাকা আম সংগ্রহ শুরু হয়।
এদিন সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদরের কুখরালী এলাকায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আমবাগান থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ বেশ কয়েক জাতের আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরসহ কৃষি বিভাগের কর্মকর্তারা।
জেলা প্রশাসনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী ১২ মে থেকে এসব জাতের আম সংগ্রহ শুরুর কথা ছিল। তবে এসব আম তীব্র গরমে তাড়াতাড়ি পেকে যায়। ফলে চাষিরা তা গাছ থেকে পাড়তে বাধ্য হন।
এছাড়া স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী কাঁচা আমে রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারে সরবরাহ করছিল। এর জেরে জেলা প্রশাসন অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার কেজি অসময়ে সংগ্রহ করা আম ও রাসায়নিক দিয়ে পাকানো আম জব্দের পর ধ্বংস করেছে। এসব নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। পরে এসব আম পাড়ার নির্ধারিত তারিখ ১২ মে এর পরিবর্তে ৫ মে করা হয়।
তবে জেলা প্রশাসনের প্রকাশিত আম ক্যালেন্ডার অনুযায়ী ২৫ মে হিমসাগর, ১ জুনে ল্যাংড়া ও ১৫ জুনে আম্রপালি জাতের আম সংগ্রহ শুরুর তারিখ অপরিবর্তিত রয়েছে।