সাতক্ষীরায় নির্বাচনি সহিংসতায় চেয়ারম্যানসহ গুলিবিদ্ধ ১২
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় নির্বাচনি সহিংসতায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানসহ ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের তুয়ারডাঙা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, রাসেল, সালাম মোল্লা, আসলাম, টুকু, ইমাম গাজী, মোল্লা সিরাজুল, আফসার আলী, হান্নান মোল্লাসহ আরও কয়েকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম তাঁর সহযোগী কয়েকজন ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে গদাইপুর গ্রামে অসুস্থ এক কর্মীকে দেখতে যাচ্ছিলেন। এ সময় পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের বাড়ির ছাদের ওপর থেকে তাঁদের দিকে গুলি ছোড়া করা হয়। দফায় দফায় গুলিবর্ষণের ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১২ জন আহত হন।
শাহনেওয়াজ ডালিম ও তাঁর সহযোগীদের অভিযোগ, পরাজিত প্রার্থী অহিদুল ইসলাম নিজেই তাঁর বাড়ির ছাদের ওপর থেকে গুলি করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
উত্তেজনা থামাতে ঘটনাস্থলে গিয়ে সাত থেকে আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় জানিয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির এনটিভি অনলাইনকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এদিকে, অহিদুলের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ধারালো অস্ত্র ও লাঠিসোটা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।