সাতক্ষীরায় প্রবাসফেরত নারীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় প্রবাসফেরত নারী মুসলেমার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। আজ বুধবার সকাল ১০টায় শহরের নিউমার্কেট মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলার আলিপুর গ্রামের জমিরউদ্দিনের মেয়ে মোসলেমার প্রথম স্বামী মফিজুল ক্যানসারে মারা গেলে তার দ্বিতীয় বিয়ে হয় হাড়দ্দহার রফিকুলের সঙ্গে। মোসলেমার এক ছেলে ও রফিকুলের প্রথম স্ত্রীর কয়েক ছেলেমেয়ে রয়েছে। বিয়ের পর তিন বছর আগে রফিকুল মোসলেমার নামে ১১ শতাংশ জমি লিখে দেন এবং সেখানে একটি বাড়িও করে দেন। পরে বনিবনা না হওয়ায় কয়েক মাস আগে মোসলেমা রফিকুলকে তালাক দিয়ে স্থানীয় মানবপাচারকারী রেজাউলের সহযোগিতায় সৌদি আরব চলে যান।
বাড়ি না ফিরলে মোসলেমার ছেলেকে হত্যা করা হবে, সাবেক স্বামী রফিকুলের এমন হুমকির মুখে ফিরে আসেন সৌদি প্রবাসী মোসলেমা খাতুন। পরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর লাশ ছয় টুকরো টুকরো করে সাতক্ষীরার ইছামতি নদীতে ফেলে দেয়। এ ঘটনায় প্রথমে দেবহাটা থানায় একটি অপমৃত্যুর মামলা হয় এবং পরে সাতক্ষীরা সদর থানায় মোসলেমার মা শাহিদা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। কিন্তু মামলা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এতে উদ্বেগ প্রকাশ করে এ মানববন্ধন করে গ্রামবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, মোসলেমা খাতুনকে সৌদি আরব থেকে ফিরে আসার পরই গত ২৮ জুন কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তার হাত পা ও মুণ্ডবিহীন খণ্ডিত দেহ ফেলে দেয় ইছামতি নদীতে। সাতক্ষীরা সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তারা অবিলম্বে মোসলেমা হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি করে।
মানববন্ধনে বক্তব্য দেন আলীপুর ইউপি সদস্য আশরাফুল ইসলাম লাকী, মোসলেমার বাবা জমিরউদ্দিন সরদার, মা শাহিদা খাতুন, আমিনুর রহমান মন্টু, সোহাগ হোসেন প্রমুখ।