সাতক্ষীরায় ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক আটক
সাতক্ষীরায় ৮৬ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ রফিক গাজী (৩৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদরের ফুলতলা মোড় থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
রফিক গাজী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার বাসিন্দা।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আল মাহমুদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সীমান্তের মেইন পিলার-৩ থেকে এক কিলোমিটার ভেতরে ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. ওহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৬ বোতল ফেনসিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।’
তিনি বলেন, ‘বিজিবির উপস্থিতি টের পেয়ে রফিক মণ্ডল নামে আরেক ভারতীয় নাগরিক পালিয়ে যায়। আটক করা ফেনসিডিলের দাম প্রায় ৩৪ হাজার চারশ টাকা।’
আটক হওয়া ট্রাকসহ ফেনসিডিল ও ভারতীয় নাগরিককে সাতক্ষীরা সদর থানায় পাঠানো হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।