সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন এক পাষণ্ড স্বামী। আজ মঙ্গলবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। পরে পালিয়ে যাওয়ার সময় ঘাতক স্বামীকে পুলিশ ধারালো অস্ত্রসহ একটি বাস থেকে আটক করেছে।
নিহত গৃহবধূর নাম নাজমা খাতুন (৩৮)। তার সঙ্গে দ্বিতীয় দফায় বিয়ে হওয়া স্বামীর নাম আব্দুল আলিম গাজী (৪৫)। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে তাদের বাড়ি।
স্থানীয়দের বরাত দিয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মির্জা জানান, পারিবারিক কলহের জেরে আজ মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্বামী আলিম স্ত্রী নাজমাকে মারধর করেন। এর কিছু সময় পর আলিমের মায়ের উসকানিতে আলিম দ্বিতীয় দফায় হাতে থাকা ধারালো দা নিয়ে ঘরে শায়িত স্ত্রীর গলায় ও মুখে পরপর তিনটি কোপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি আরও জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এরই মধ্যে আলিমও ধারালো অস্ত্রসহ পালিয়ে যাওয়ার জন্য একটি চলন্ত বাসে উঠে পড়েন। পুলিশ বাসটি থামিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
সহকারী পুলিশ সুপার (সদর-কলারোয়া সার্কেল) মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য নাজমা খাতুনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।