সাতক্ষীরা সীমান্তে দুই কেজির বেশি স্বর্ণ জব্দ
ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদাঁড়ি সীমান্তে দুই কেজির বেশি স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ শুক্রবার দুপুরের দিকে এ স্বর্ণগুলো জব্দ করা হয়।
বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হারুনুর রশীদ জানান, লক্ষ্মীদাঁড়ি সীমান্তে টহলের সময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁকে চ্যালেঞ্জ করা হলে তিনি একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যান। প্যাকেটটি খুলে পাওয়া যায় দুই কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ।
জব্দকৃত স্বর্ণের দাম প্রায় এক কোটি ৪৮ লাখ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।