সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষে ত্রাণ বিতরণ শুরু
পবিত্র রমজান উপলক্ষে ঢাকার দুস্থ ও অসহায় পরিবাবের জন্য ‘প্রজেক্ট ঢাকা এইড’ কার্যক্রমের ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেছে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন। আজ সোমবার দুপুরে রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দুস্থদের বাসায় বাসায় গিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন।
বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী দল ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছে।
১০ হাজার দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ঢাকাবাসীর সমন্বয়ে ত্রাণ তহবিল গঠনের কার্যক্রম ‘প্রজেক্ট ঢাকা এইড’ কর্মসূচিতে নিজস্ব অর্থায়নে আড়াই হাজার প্যাকেট বিতরণের ঘোষণা দিয়েছিলেন ইশরাক হোসেন। সেই কাজ শুরু হলো। প্রথম দিনে রাজধানীর সূত্রাপুর এবং ওয়ারী থানার দুস্থদের মধ্যে এসব খাবার প্যাকেট বিতরণ করা হয়।
গত ২৮ এপ্রিল ঢাকার অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। যে কেউ চাইলেই www.shkfoundation.org এই সাইটে গিয়ে ডোনেট করতে পারবেন। আগামী ১৫ রমজান অর্থাৎ ১০ মে পর্যন্ত চলবে ‘প্রজেক্ট ঢাকা এইডের’ তহবিল সংগ্রহের কার্যক্রম। এ ছাড়া সরাসরি এই নম্বরে ০১৭০৭৩৬৮৮৬৮ ফোন করে অথবা বিকাশ করতে পারবেন।