সাধারণ ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে : প্রধানমন্ত্রী
করোনাভাইরাস প্রতিরোধের উপায় হিসেবে পূর্ব ঘোষিত সাধারণ ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে করোনাভাইরাস ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে এই ভিডিও কনফারেন্সে যুক্ত হন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশে আরো বলেন, আমরা পরিস্থিতি বিবেচনা করে ইতিপূর্বে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিলাম। এখন বিদ্যমান পরিস্থিতিতে ছুটি আরো কিছুদিন বাড়ানো হতে পারে। এটা ৯ এপ্রিল পর্যন্ত হতে পারে। এ সময় আমাদের সবারই একটু কষ্ট হবে। সবার কল্যাণের জন্য এ কষ্ট মেনে নিতে হবে। তার পরও সীমিত আকারে পরিবহন চলাচল ও অন্যান্য কার্যক্রম চালু রাখা যায় কি না, সেটা নিয়ে আমরা বসব। সেখানেই ঠিক করা হবে সব কিছু।
এ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানও উপস্থিত ছিলেন।