সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জিল্লুর রহমানের মায়ের ইন্তেকাল
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের মা জোহরা বেগম (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোররাতে চট্টগ্রামের পাঁচলাইশের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ড. হোসেন জিল্লুর রহমান জানান, মায়ের অসুস্থতার জন্য তিনি চট্টগ্রামে আছেন। তাঁর দুই ভাইবোন চিকিৎসক। তাঁরা বাসায় মায়ের চিকিৎসাসেবা দিচ্ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ দুপুরে চন্দনাইশের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হবে বলে জানান ড. হোসেন জিল্লুর রহমান।