সাভারে এক পরিবারের ৬ জনকে আহত করার ঘটনায় মামলা
সাভারের আশুলিয়ায় এক পরিবারের ছয় জনকে পিটিয়ে আহত করার ঘটনায় সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আশুলিয়া থানায় গতকাল বৃহস্পতিবার রাতে মামলাটি করেন ফাতেমা আক্তার মনি নামের এক নারী।
মামলা করার পর থেকেই ওই পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া মামলা তুলে না নিলে সবাইকে হত্যার পর লাশ গুম করারও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার ফেব্রিকা নিট কম্পোজিট কারখানায় ঝুট ব্যবসা করে আসছিলেন সালমা আক্তার নামের এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। পরে ওই ঝুট ব্যবসা ছিনিয়ে নেওয়ার জন্য সালমা আক্তারের ওপর ক্ষিপ্ত হন ওই এলাকার নাজিম, জসিম, আসাদসহ তাঁদের লোকজন। পরে ঝুট ব্যবসা ও পূর্ব-শত্রুতার জের ধরে গত ২৮ ফেব্রুয়ারি বাসাইদ এলাকায় সালমা আক্তারের পরিবারের সদস্য হাবিবুর রহমান, হামিদ শিকদার, শামিম শিকদার, নুর ইসলাম, কাদের শিকদার ও নছু শিকদারকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করেন এবং তাঁদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।
এরপর নাজিম, জসিম, সফর উদ্দিন, আসাদ, মাইনুদ্দিন, রাজু, গাফফার, রমিজ উদ্দিন, কিরণ, শহিদসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন আহত ব্যক্তিদের পরিবারের সদস্য ফাতেমা আক্তার। এরপর পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে রাতে অভিযুক্তদের মধ্যে সাত জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলাটি রুজু করেন। মামলা হওয়ার পর থেকেই আসামিরা ওই পরিবারটিকে মামলা তুলে নেওয়ার হুমকিধমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাদী ফাতেমা আক্তার মনি।
ফাতেমা আক্তার মনি অভিযোগ করেন, এ ঘটনার পর থেকে সন্ত্রাসীদের ভয়ে তাঁরা আশঙ্কায় রয়েছেন। এর মধ্যে আসামিরা নিজেরাই নিজেদের বাড়ি-ঘর ভাঙচুর করে এবং নারীদের শ্লীলতাহানির অভিযোগ তুলে তাঁদের নামে থানায় একটি অভিযোগ করেছেন। পুলিশকে বিষয়টি তদন্ত করারও আহ্বান জানান আসামিরা। অভিযুক্ত ওই ব্যক্তিদের প্রত্যেকের নামে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে দাবি করা হয়েছে।
আরও অভিযোগ করা হয়, এর আগেও ওই ব্যক্তিরা পূর্ব-শত্রুতার জের ধরে গত ১৩ ফেব্রুয়ারি সালমা আক্তারের পরিবারের চার সদস্যকে পিটিয়ে আহত করেছিলেন। পরে তাঁদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হলে আসামিরা আদালত থেকে জামিনে বের হয়ে আবারও হামলা চালান।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসলাম জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।