সাভারে গরু ডাকাতি করতে গিয়ে আটক ১৩
ঢাকার সাভারে বিভিন্ন বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের ১৩ সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর থেকে আজ বৃহস্পতিবার ভোরে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আবুল হোসেন (৩০), মহিউদ্দিন (৪৫), রাজু মিয়া (৩০), সুরুজ মিয়া (৩৫), জালাল মাদবর (৫০), আবুল হোসেন ফকির (৪০), রাসেল শিকদার (২৮), আমজাদ হোসেন (৪৫), পাগল চন্দ্র মনিদাস (৫৫), আইয়ুব আলী (৪৪), সাদেক মিয়া (৪১), মনির হোসেন (৪৫) ও আবুল হোসেন ফকির (৪০)।
পুলিশ জানায়, পিকআপভ্যান নিয়ে আজ ভোরে হেমায়েতপুরের বিভিন্ন বাড়িতে গরু ডাকাতি করতে যায় ওই ১৩ জন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত দেশি অস্ত্রসহ ১৩ ডাকাতকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতি করা তিনটি গরু উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, দিনে সাভারের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে রাতে ডাকাতি করতে বের হতেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। ওই ডাকাত সদস্যরা শুধু বাসাবাড়িতে নয়, বিভিন্ন চলন্ত গাড়িতেও ডাকাতি করতেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে আজ সকালে সাভার মডেল থানায় মামলা করে দুপুরে আদালতে পাঠানো হবে।