সাভারে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে যুবক নিহত
ঢাকার সাভার উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান পারভেজ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
সাভারের পাকিজা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মেহেদী হাসান পারভেজ আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, আজ সকাল ৭টার দিকে একটি মাইক্রোবাস পাকিজা এলাকা দিয়ে ইউটার্ন নিচ্ছিল। এ সময় সামনে থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্যেরা। সেখানে চিকিৎসক মেহেদী হাসান পারভেজকে মৃত ঘোষণা করেন।