গোপালগঞ্জে ট্রাকচাপায় দুই ঠিকাদার নিহত
গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এসএম নূরুল ইসলাম ওরফে নুরু শিকদার (৫০) ও বাবু মণ্ডল (৫৫) নামে দুই ঠিকাদার নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলীর বেদগ্রাম গোলচত্বর এলাকার মিতা ফিলিং স্টেশনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নুরু শিকদার গোপালগঞ্জ পৌরসভার সোনাকূড় গ্রামের ও বোড়াশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক ওরফে রিজু শিকদারের ছেলে। নুরু শিকদার জেলার প্রথম শ্রেণির ঠিকাদার ও গোপালগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি। নিহত অপর ঠিকাদার বাবু মণ্ডল রাজবাড়ী জেলার ছোট রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমান মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার এসআই মো. শওকত হোসেন জানান, সহযোগী বাবুকে নিয়ে কোটালীপাড়া থেকে মোটরসাইকেলে করে শহরে ফিরছিলেন ঠিকাদার নুরু শিকদার। মোটরসাইকেলটি বেদগ্রাম গোলচত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে উঠলেই যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং নুরু শিকদার ঘটনাস্থলেই নিহত হন। এসময় মোটরসাইকেল আরোহী বাবু মণ্ডল গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাবু মণ্ডলকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য বাবুকে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নুরু শিকদারের মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।