সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঝিনাইদহে সেনাবাহিনী-পুলিশের টহল
করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব ও মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে ঝিনাইদহে টহল অব্যাহত রেখেছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। আজ শুক্রবার সকাল থেকে তাঁরা শহরে টহল শুরু করেন।
শহরের পায়রা চত্বর, আরাপপুর, হামদহ, বাস টার্মিনাল এলাকায় মাইকিং করে জনগণকে ঘরে থাকাসহ করোনা প্রতিরোধে নানা পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে প্রচারণা চালাতে দেখা গেছে।
শহরের দোকানপাট বন্ধ রয়েছে। যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। এতে বদলে গেছে এ জেলা শহরের চিত্র। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও গ্রামগঞ্জসহ সর্বত্র মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে।