সাহিত্যিক দিলারা হাশেম মারা গেছেন
যুক্তরাষ্ট্রপ্রবাসী কথাসাহিত্যিক ও সাংবাদিক দিলারা হাশেম মারা গেছেন। দিলারা হাশেমের বয়স হয়েছিল ৮৬ বছর।
বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমলকির মৌ’, ‘ঘর মন জানালা’, ‘হামেলা’র লেখক দিলারা হাশেম আর নেই! দীর্ঘদিন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই লেখক সেখানেই প্রয়াত হয়েছেন। বেশ কয়েক বছর আগে চলে গেছেন তাঁরই বোন ‘নাচের শব্দ’-এর কবি সুরাইয়া খানম।
দিলারা হাশেমের জন্ম ১৯৩৬ সালে। তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তাঁর বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে, ঘর মন জানালা (১৯৬৫), একদা এবং অনন্ত (১৯৭৫), স্তব্ধতার কানে কানে (১৯৭৭), আমলকির মৌ (১৯৭৮), শঙ্খ করাত (১৯৯৫)। এ ছাড়া আরও কিছু উপন্যাস, ছোটগল্পের বই এবং কবিতার বই রয়েছে।
দিলারা হাশেমের প্রথম উপন্যাস ‘ঘর মন জানালা’ ১৯৬৫ সালে প্রকাশ হয় এবং ১৯৭৩ সালে চলচ্চিত্রে রূপায়িত হয়।
দিলারা হাশেম ১৯৭৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। সাহিত্যে অবদানের জন্য ১৯৯৪ সালে তিনি শঙ্খচিল সাহিত্য পুরস্কার, ১৯৯৭ সালে উত্তর শিকাগো কালচারাল অ্যান্ড লিটারারি ইঙ্ক সাহিত্য পুরস্কার ও ২০০৪ সালে অলক্ত পুরস্কার পান।