সিরাজগঞ্জে অকারণে ঘোরাফেরায় ৪২ জনের জরিমানা
চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি না মানা, অকারণে ঘরের বাইরে ঘোরাফেরা ও সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে সিরাজগঞ্জে ৪২ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলার শাহজাদপুর, রায়গঞ্জ, তাড়াশ, বেলকুচি, সদর, উল্লাপাড়া, কামারখন্দ, কাজীপুর, চৌহালী উপজেলায় পাঁচটি ভ্রাম্যমাণ আদালত ৪২ ব্যক্তিকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।
জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো. মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর লকডাউন মানাতে আজ সকাল থেকে রাত পর্যন্ত জেলার নয়টি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৩১টি মামলায় ৪২ জন ব্যক্তিকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।