সিরাজগঞ্জে অযথা ঘোরাফেরা করায় ১০২ জনের জরিমানা
স্বাস্থ্য বিধি না মানা, কঠোর লকডাউনেও বিনা কারণে বাইরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জে ৭৫টি মামলায় ১০২ জন ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সদর, কাজীপুর, রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর, কামারখন্দে ১৪টি ভ্রাম্যমাণ আদালতে এসব মামলা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেলের দায়িত্বে) মো. মাসুদুর রহমান জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর লকডাউন মানাতে গতকাল জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ১৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে, বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে ৭৫টি মামলা করা হয়। এসব মামলার ১০২ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ১৫ হাজার ৩৮০ টাকা জরিমানা করা হয়।