সিলেটে এনটিভির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করে আসছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। এরই ধারাবাহিকতায় এ বছরও দেশের জেলা-উপজেলায় শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে।
এনটিভির উদ্যোগে আজ সোমবার সিলেটের ভারত সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে দুই শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। দুপুরে গোয়াইনঘাটের পশ্চিম আলীরগাঁওয়ের পুকাশ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই শীতবস্ত্র দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী। তিনি বলেন, সীমান্ত এলাকার প্রায় ৯০ ভাগ মানুষ শ্রমজীবী। পাথর কোয়ারি বন্ধ এবং পর্যটন খাত স্থবির থাকায় তারা কর্মহীন। বিভিন্ন সংগঠন বা সংস্থা মানবিক উদ্যোগগুলো বেশিরভাগ সময় শহর ও আশপাশে করে থাকে। কিন্তু এনটিভি এ ক্ষেত্রে ব্যতিক্রম। তারা প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছে।
এনটিভির সিনিয়র করেসপনডেন্ট মঈনুল হক বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ছত্রী।
এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, এনটিভির ক্যামেরাপারসন আনিস রহমান, জেলা ছাত্রলীগের নেতা ইনসাদ হোসেন রাজিব প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল বলেন, শুধু সংবাদ পরিবেশন নয়, মানবিক কাজেও এগিয়ে এসেছে এনটিভি। এ রকম প্রতিষ্ঠিত সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এভাবেই দেশের উন্নতি ও পরিবর্তন আসবে।
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ছত্রী বলেন, ‘আমরা যারা গণমাধ্যমে কাজ করে থাকি, সবাই এনটিভির প্রতি কৃতজ্ঞ। শুরু থেকে এ প্রতিষ্ঠান শুধু যে সুশৃঙ্খলভাবে চালাচ্ছে তা নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও অনন্য দৃষ্টান্ত রেখেছে।’
আলোচনা সভা শেষে স্থানীয় দুই শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।
শীতবস্ত্র পেয়ে হতদরিদ্র এসব মানুষ এনটিভির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রচণ্ড শীতে তারা কষ্টে ছিলেন। এ কম্বল পাওয়ায় তাঁদের কিছুটা শীত নিবারণ হবে। তাঁরা এনটিভির চেয়ারম্যানসহ সবার দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন বলে জানান।
তাঁরা আরো জানান, সীমান্ত এলাকা এবং শহর থেকে দূরে একেবারে প্রত্যন্ত অঞ্চল হওয়ায় মানবিক সাহায্য তাঁদের কাছে পৌঁছায় না। শুধু সীমিত সহযোগিতা সরকার থেকে পেলেও এনটিভি কর্তৃপক্ষ এ উদ্যোগ নেওয়ায় বেসরকারি বিভিন্ন সংগঠনেরও দৃষ্টি আকর্ষণ হবে। তারা তাঁদের সহযোগিতায় এগিয়ে আসবে।