সিলেটে জেলা ও মহানগর বিএনপির সমাবেশ-মিছিল
গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোড শেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়ন দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ মে) বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
পরে রেজিস্ট্রি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে পূর্ব নির্ধারিত স্থান রেজিস্ট্রি মাঠে বিএনপির নেতাকর্মীরা সমবেত হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ করেন বিএনপি নেতাকর্মীরা।