সিলেটে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় আজ সোমবার ওই ছাত্রীরা বাবা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে বাড়ির একটু দূরের কল থেকে পানি আনতে যায় ওই ছাত্রী। এ সময় প্রতিবেশী সিরাজ আলী (৪০) কিশোরীর মুখ চেপে ধরে পাশের ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এরপর মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সিরাজ আলী পালিয়ে যান। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে ধরতে অভিযান চলছে।