সিলেটে বাস উল্টে দুজন নিহত
সিলেটের দক্ষিণ সুরমা এলাকার অতিরবাড়ী এলাকায় বাস উল্টে দুজন নিহত হয়েছে। শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের চাকা ফেটে যাওয়ায় আজ শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমার অতিরবাড়ী নামক স্থানে এলে সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় বাসটি উল্টে এর নিচে যাত্রীরা চাপা পড়েন। ঘণ্টা খানেক পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের নিচ থেকে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এ সময় দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ছাড়া গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের মধ্যে বাসের কন্ডাক্টর আলী আজগর ও একজন নারী রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।