সিলেটে রিভলবারসহ দুজন অস্ত্র ব্যবসায়ী আটক
সিলেটের কানাইঘাট থেকে একটি বিদেশি রিভলবারসহ দুজন পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক দুজন হলেন উপজেলার সনাতন পুঞ্জি গ্রামের ফয়জুল হকের ছেলে নিজাম উদ্দিন (২৫) ও একই গ্রামের মতসিন আলীর ছেলে সুলতান খান।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯-এর একটি দল অভিযান চালায়। এর পর উপজেলার বাউরভাড়া এলাকা থেকে তাদের আটক করে।
জব্দৃকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।
আসামিদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা এএসপি ওবাইন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহ এ তথ্য নিশ্চিত করেছেন।