সিলেটে হেফাজত নেতা মুফতি মাসউদ গ্রেপ্তার
সিলেটের জকিগঞ্জ উপজেলায় মুফতি মাওলানা মাসউদ আহমেদ নামের এক হেফাজত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বারহাল ইউনিয়নের কচুয়া গ্রামে বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।
মুফতি মাসউদ আহমেদ হেফাজতে ইসলাম বাংলাদেশের জকিগঞ্জ উপজেলা শাখার (সদ্য বিলুপ্ত) সাধারণ সম্পাদক এবং সিলেটের শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম এবং জমিয়ত নেতা।
গত ১৯ এপ্রিল রাতে বারহাল ইউনিয়নে গ্রেপ্তার হওয়া হেফাজতে ইসলামের নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মসিউজ্জামান চৌধুরী শাহীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন কিছু মুসল্লি।
লকডাউনে বিধিনিষেধের মধ্যে বিক্ষোভ মিছিল করায় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটজনকে আটক করে।
পরদিন ২০ এপ্রিল ১৯ জনের নাম উল্লেখসহ বিএনপি, জামায়াত-শিবির ও হেফাজতের অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা করে পুলিশ। মুফতি মাসউদকে ওই মামলায় আজ গ্রেপ্তার দেখানো হয়েছে।