সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব সব দলের : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুষ্ঠু নির্বাচন বিএনপি কেন আমরাও চাই, সবাই চায়। বাংলাদেশের মানুষও চায় সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব সব দলের।
আজ শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সরকার সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো বাঁধা দেবে না। কারণ জনগণের আস্থা আমাদের ওপর আছে। যদি সত্য মনে না হয়, সেটা নির্বাচনে প্রমাণ হবে। সুতরাং, সবাই নির্বাচন করুক এটাই আমরা চাই।’
মন্ত্রী বলেন, ‘যেসব দল আইনে বিশ্বাস করে, নির্বাচনেও বিশ্বাস করে। আওয়ামী লীগ হোক বা অন্য কোনো দল হোক, যারা নির্বাচন করবে তারা নির্বাচনের আইনের আওতায় করবে এবং আশা করি সুষ্ঠু নির্বাচন হবে।’
বিদ্যুতের গ্রিড বিপর্যয় বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটতেই পারে। শ্রেষ্ঠ বিমানও মাটিতে পড়তে পারে। দুর্ঘটনা ঘটে গেছে। এখন তো নেই, সমাধান হয়ে গেছে। ভালো জিনিস দেখা দরকার। খুত খুত করে শুধু মন্দ খোঁজা ভালো কাজ না।’
এর আগে পরিকল্পনামন্ত্রী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাকির জাফরানের সভাপতিত্বে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জয়নাল আবেদিন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ।