সুষ্ঠু পরিবেশে ইউপি নির্বাচন করতে কবিতা খানমের নির্দেশ

নরসিংদীতে সুষ্ঠু ইউপি নির্বাচন অনুষ্ঠানে আজ রোববার সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার কবিতা খানম। ছবি : এনটিভি
সহিংসতা এড়িয়ে নরসিংদীতে সুষ্ঠু পরিবেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। আজ রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার মোট ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি।
নরসিংদী জেলা প্রশাসক আবু নাঈম মো. মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম ও ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মাহফুজা খানম।
এ সময় নির্বাচন কমিশনার কবিতা খানম বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের সুবিধা-অসুবিধা ও সমস্যার কথা শুনেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।