সেই এসিল্যান্ডকে ধর্ষণের হুমকি, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
যশোরের মনিরামপুর উপজেলার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসানকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে ব্যাংক কর্মকর্তা জাফরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি)।
আজ রোববার ঢাকা থেকে ব্যাংক কর্মকর্তা জাফরকে গ্রেপ্তার করা হয়। তিনি বেসরকারি ব্যাংক ডাচ-বাংলায় কর্মরত আছেন।
ডিবি উত্তরের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইয়েমা হাসানকে ধর্ষণের হুমকি দেন জাফর। এ ঘটনায় যশোর থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করা হয়। আজ সকালে অভিযান চালিয়ে জাফরকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিসি মশিউর রহমান বলেন, এরইমধ্যে আমরা আসামিকে যশোরের মনিরামপুর থানায় হস্তান্তর করেছি। ওই থানায় মামলার পরিপ্রেক্ষিতে আমরা ঢাকায় অভিযান চালিয়ে ব্যাংক কর্মকর্তা জাফরকে গ্রেপ্তার করি। এখন তাঁকে মনিরামপুর থানা পুলিশ আদালতে পাঠিয়ে রিমান্ড অথবা কারাগারে পাঠানোর আবেদন করবেন।
এদিকে গতকাল শনিবার যশোরের মনিরামপুরে তিন বৃদ্ধকে কান ধরিয়ে ছবি তোলার ঘটনায় তুমুল সমালোচনার মুখে এসিল্যান্ড (উপজেলা সহকারী কমিশনার—ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়।
গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এনটিভি অনলাইনকে বলেন, ‘এসিল্যান্ড সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে খুলনা বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে যশোর জেলা প্রশাসককে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।’
এর আগে গত শুক্রবার বিকেলে যশোরের মনিরামপুরে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসানের ভ্রাম্যমাণ আদালত তিনজন বৃদ্ধ নাগরিককে সাজা দেন। সাজার সঙ্গে তাঁদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজে ওই চিত্র তাঁর মোবাইল ফোনে ধারণ করেন। রাতে এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
সাইয়েমা হাসান বিসিএস ৩৪তম ব্যাচের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে পাস করেছেন। কিছুদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।