‘সৌদি আরবে যেতে স্বাস্থ্য সনদের দরকার নেই’
সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ থেকে যেসব প্রবাসী সৌদি আরব যেতে চাইছেন, তাঁদের কোনো ধরনের স্বাস্থ্য সনদ দরকার নেই। মহাখালীর স্বাস্থ্য ভবনে আজ শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। সে বৈঠকে তাঁরা আমাদের এসব জানিয়েছেন।’
আইইডিসিআর পরিচালক আরো বলেন, ‘সৌদি আরবের দূতাবাস থেকে আমাদের আরো জানানো হয়েছে, যাঁরা এখন সৌদি আরবে যেতে চাইছেন, তাঁরা যেন সরাসরি ফ্লাইটে সৌদি আরব যান। তাই আমরা সৌদি গমনের উদ্দেশে অপেক্ষমাণ প্রবাসীদের বলব, আপনারা ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে সৌদি আরবে যান। কোনোভাবে ট্রানজিট বা অন্য দেশ হয়ে যায়, এমন ফ্লাইটে যাবেন না। আর তা না করলে আপনাদের সমস্যা হতে পারে।’
সেব্রিনা ফ্লোরা আরো বলেন, ‘এরই মধ্যে কুয়েত ও কাতার তাদের ফ্লাইট সেবা বন্ধ করে দিয়েছে। তাই সৌদি আরব সরাসরি ফ্লাইটে তাদের দেশে যাওয়ার জন্য বলছে। আর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে আমাদের কথা হয়েছে। ফ্লাইট বন্ধ বা করোনাভাইরাসের জন্য ভিসা বা ওয়ার্ক পারমিট থাকার পরও যাঁরা যেতে পারছেন না, তাঁদের ভিসা বা ওয়ার্ক পারমিট মেয়াদ বাড়ানো হবে বলে দেশগুলো জানিয়েছে।’