স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ
শরীয়তপুরে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে আজ বুধবার ভোরে শরীয়তপুর পৌরসভার বাসস্ট্যান্ডের পেছনের বাগিয়া এলাকায়। এ ব্যাপারে পালং মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
নিহত গৃহবধূর নাম রাজিয়া সুলতানা মৌ (২৮)। তিনি শরীয়তপুরের পালং এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে। তাঁর স্বামী আরিফ মুন্সী (৪০) ফরিদপুর জেলার বালিহাটির বাসিন্দা। ১৪ বছরের দাম্পত্য জীবনে তাদের ১৩ বছর বয়সী ঈশা ও আট বছর বয়সী সোহান নামের দুটি সন্তান রয়েছে।
পালং মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ মুন্সীর সঙ্গে বিয়ে হয় শরীয়তপুরের রাজিয়া সুলতানা মৌয়ের। বিয়ের পর থেকেই তারা শরীয়তপুর পৌরসভার বাগিয়া এলাকায় ভাড়াবাসায় থাকতেন। তারা একে অপরের ইচ্ছার বিরুদ্ধে চলাফেরা করায় তাদের মধ্যে কলহ চলে আসছিল। আজ বুধবার রাতভর তাদের মধ্যে বাকবিতণ্ডা হতে থাকে। এক পর্যায়ে ভোর রাতে স্বামী আরিফ হোসেন তাঁর স্ত্রীর রাজিয়া সুলতানা মৌকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে পালং থানায় গিয়ে পুলিশকে হত্যার কথা জানান। এরপর পুলিশ আরিফ মুন্সীকে আটক করে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই রাসেল বাদী হয়ে স্বামী আরিফ মুন্সীকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘ঘটনা ঘটিয়ে আসামি নিজেই থানায় এসে খুনের কথা স্বীকার করেছেন। পরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে।