স্বামীর সহযোগিতায় ‘ধর্ষণ’, এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ধর্ষণের পর শরীরের বিভিন্ন অংশ এসিড দিয়ে ঝলসে দেওয়া এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ করেছেন এক গৃহবধূ। স্বামী ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে এ অভিযোগ করেন ওই গৃহবধূ।
আজ শনিবার বেলা ১১টার দিকে শাহাজানপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
গৃহবধূর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আজ বেলা ১১টার দিকে ওই গৃহবধূর স্বামী তাঁর দুই সহযোগীকে নিয়ে বাসায় আসেন। এরপর গৃহবধূর হাত, পা ও মুখ বেঁধে ঘরে নিয়ে যান। এরপর তাঁকে ধর্ষণসহ শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে এসিড দিয়ে শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেন ও মাথার একাংশের চুল কেটে দেন।
এ সময় ওই গৃহবধূর চিৎকারে পালিয়ে যান স্বামী ও তাঁর দুই সহযোগী। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মোহাম্মাদ আলী হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভর্তি না নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
বর্তমানে গৃহবধূকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।