স্বাস্থ্য সচিব ও ডিজিসহ চারজনকে আইনি নোটিশ
স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) চারজনকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। আজ রোববার ই-মেইলের মাধ্যমে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ নোটিশ পাঠান।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় নিরাপত্তার স্বার্থে ডাক্তার, নার্স ও চিকিৎসাকর্মীদের দ্রুত প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতে হাইকোর্টের নির্দেশ যথাযথভাবে প্রতিপালন না করার অভিযোগে এ নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে উপকরণ সরবরাহ করা ও কমিটি করার বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হবে।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, হাইকোর্ট গত ২২ মার্চ এক আদেশে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী ৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেন।
স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ডিজি, আইইডিসিআরের পরিচালক ও সেন্ট্রাল মেডিসিন স্টোরের পরিচালকের সমন্বয়ে বিশেষজ্ঞ কমিটি করতে বলা হয়। এই কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে সংক্রমণ প্রতিরোধী উপকরণের তালিকা করার নির্দেশ দেওয়া হয়। তালিকা অনুযায়ী পরবর্তী সাত দিনের মধ্যে উপকরণ (পিপিই, গ্লাভস, স্যানিটাইজার, সার্জিক্যাল মাক্স, গাউন, সু-কভার, স্বাস্থ্য সুরক্ষা যন্ত্রপাতি ও মেডিসিন) সংগ্রহ করে তা ডাক্তার, নার্স ও চিকিৎসাকর্মীদের মধ্যে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এই নির্দেশ যথাযথভাবে প্রতিপালন করেনি সংশ্লিষ্টরা। ফলে এখন পর্যন্ত ৩০০-এর বেশি ডাক্তার/স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর দায়সংশ্লিষ্টরা এড়াতে পারেন না।
‘নিরাপত্তা উপকরণের অভাব : ভরসা পাচ্ছে না চিকিৎসাকর্মীরা’ শিরোনামে জাতীয় দৈনিক পত্রিকায় গত ১৮ মার্চ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করে এইচআরপিবি। এ রিট আবেদনে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। খাস কামরায় বসে শুনানি শেষে এ আদেশ দেন আদালত।