হজরত শাহজালালের (রহ.) মাজারে কামরানের দাফন চায় পরিবার
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানকে হজরত শাহজালালের (রহ.) মাজারে দাফন করতে চাইছেন তাঁর পরিবারের সদস্যরা।
কামরানের মরদেহ সিলেটে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন ছেলে ডা. আরমান আহমেদ শিপলু। তিনি বলেন, ‘যেহেতু বাবা হজরত শাহজালালের (রহ.) মাজারের খাদেম ছিলেন, তাই রেওয়াজ অনুযায়ী সেখানেই দাফন করা হবে। তবে স্বাস্থ্যবিধি পালনের ওপরই সবকিছু নির্ভর করছে।’
শাহজালালের (রহ.) মাজারের ১০১ জন খাদেমের একজন ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। রীতি অনুযায়ী খাদেমদের মাজারে কবর দেওয়া হয়ে থাকে।
বদর উদ্দিন আহমদ কামরানের জানাজা ও দাফনের সময় নির্ধারণে আজ সোমবার সকালে পরিবার ও আওয়ামী লীগের নেতাদের বৈঠকে বসার কথা রয়েছে। সেখানে জানাজা ও দাফনের সময় নিয়ে সিদ্ধান্ত হবে।
ব্যক্তিগত জীবনে বদর উদ্দিন আহমদ কামরান দুই ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।
গত ৫ জুন করোনায় আক্রান্ত হলে কামরান সিলেটের নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে পরদিন তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার আরো অবনতি হলে গত ৭ জুন সন্ধ্যায় তাঁকে বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়। গত ৮ জুন তাঁকে সিএমএইচে প্লাজমা থেরাপি দেওয়া হয়।
ডা. আরমান জানান, গতকাল রোববার তাঁর বাবার অবস্থার গুরুতর অবনতি হয়। আজ সোমবার ভোররাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন।
সিলেটের সাবেক এই নগর পিতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।