হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ আটজনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের মামলা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যসহ পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো তিনজনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হবিগঞ্জ আদালতে মামলা করেছেন এক গৃহবধূ। আদালত মামলাটি আমলে নিয়ে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য গতকাল রোববার নবীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।
গতকাল রাতে যোগাযোগ করা হলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আজ রাত থেকেই ব্যবস্থা নেওয়া হবে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন (৫০), ইউপি সদস্য দুলাল আহমদ (৪০), সেবুল মিয়া (২৮), সহিদুল মিয়া (২৫) ও জিবু মিয়া (২৭)।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ওই নারী গত ৮ অক্টোবর বিকেলে রিকশায় করে শেরপুর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় ইউপি সদস্য দুলাল মিয়ার বাড়ির সামনে আসামাত্র আসামিরা তাঁকে জোর করে একটি সিএনজিতে উঠিয়ে অপহরণ করে। পরে একটি অজ্ঞাত স্থানে তিন দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয়। চার দিন পর আসামিরা স্থানীয় আউশকান্দি বাজারের একটি রেস্তোরাঁর সামনে তাঁকে সিএনজি থেকে নামিয়ে চলে যায়। পরে খবর পেয়ে তাঁর স্বামী তাঁকে উদ্ধার করে নবীগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী অভিযোগকারীর দরখাস্ত ও জবানবন্দি পর্যালোচনা করে আদেশে বলেন, ‘নালিশের অভিযোগ অপরাধযোগ্য। তাই নবীগঞ্জ থানার ওসিকে মামলা এফআইআর করার নির্দেশ দেওয়া এবং তিন কার্যদিবসের মধ্যে মামলা দায়ের করে প্রতিবেদন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।’
এদিকে মামলার বাদীর স্বামী অভিযোগ করেন, ‘ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের পক্ষ থেকে সাক্ষীদের ওপর চাপ সৃষ্টি করে ও হুমকি-ধমকি দিয়ে মামলা তোলার জন্য বলা হচ্ছে। এ ছাড়া তাঁরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তাঁদের লোকজন দিয়ে আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে আমি নিজ বাড়িতে যাওয়ার সাহস পাচ্ছি না।’
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন বলেন, ‘আমি শুনেছি নারী নির্যাতনের মামলা হয়েছে। এ ব্যাপারে আমি বিস্তারিত কিছুই জানি না।’
ইউপি সদস্য দুলাল আহমদ বলেন, ‘এ রকম ঘৃণিত কাজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।’
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, মামলাটি আদালতের আদেশে এফআইআর গণ্যে ব্যবস্থা নেওয়া হবে।