হবিগঞ্জে কোয়ারেন্টিনে করোনায় আক্রান্ত ১০, সাতজনই ২২ থেকে ৩২ বছরের
হবিগঞ্জে একদিনে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১১ জন। এদের মধ্যে দুইজন নারী বলে জানা গেছে। গতকাল সোমবার রাত ১০টায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ থেকে আসা রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে।
হবিগঞ্জের জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জানান, করোনায় আক্রান্ত সন্দেহে ১৭, ১৮ ও ১৯ এপ্রিল যাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তাদের মধ্যে ১০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে ২২ থেকে ৩২ বছরের সাতজন রয়েছেন। ৪৫ বছরের একজন, ৫৫ বছরের একজন ও ৬৪ বছরের একজন রয়েছেন। জেলার বানিয়াচং ও লাখাই উপজেলার তিনজন করে, আজমিরীগঞ্জ উপজেলার দুইজন এবং বাহুবল ও চুনারুঘাট উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল বলেন, ‘ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরতরাই আক্রান্ত বেশি। আক্রান্ত সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন। আমরা সবাইকে শনাক্ত করেছি। আজ মঙ্গলবার সকালে তাদের আইসোলেশন সেন্টারে আনা হবে। আমরা তাদের স্ব স্ব উপজেলায় রাখতে আগ্রহী। তবে এখনো সিদ্ধান্ত হয়নি।’