হাওরে ৯০ শতাংশ বোরো ধান কাটা হয়ে গেছে : কৃষিমন্ত্রী
চলতি বোরো মৌসুমে এখন পর্যন্ত হাওরে ৯০ শতাংশ ধান কাটা হয়ে গেছে। আর সারা দেশে কাটা হয়েছে ৩৩ শতাংশ ধান। খোদ কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এ তথ্য জানিয়েছেন।
আজ রোববার (৩০ এপ্রিল) রাজধানীর সচিবালয়ের নিজ দপ্তরে বোরো ধান নিয়ে সংবাদ সম্মেলন করেন কৃষিমন্ত্রী। এ সম্মেলনে এসব কথা জানান তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, ‘চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো আবাদ হয়েছে। সারা দেশে ৫০ লাখ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে হাওরে ৯ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ইতোমধ্যে দেশের ৩৩ শতাংশ ধান কাটা হয়েছে। আর হাওরে ৯০ ভাগ ধান কাটা হয়ে গেছে। হাওরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৮ লাখ টন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘এবার বোরোতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা দুই কোটি ১৫ লাখ টন। আমরা আশা করছি, উৎপাদন হবে দুই কোটি ২০ থেকে ২৫ লাখ টন। একটা ভালো অগ্রগতি হয়েছে। আশা করা যায় যে, খাদ্য নিয়ে আর সমস্যা হবে না। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলেই রয়েছে।’
প্রতি বছর আগাম বন্যায় নষ্ট হয় হাওরের ধান। তবে, বন্যা আসার আগেই যেন ধান কাটা যায় সেরকম একটি ধানের জাত উদ্ভাবনে বিজ্ঞানীরা কাজ করছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।