হাতিরঝিল মহানগর প্রজেক্টের পাওয়ার হাউজে অগ্নিকাণ্ড
রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্ট ব্রিজ সংলগ্ন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) পাওয়ার হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আজ শনিবার বিকেল ৩টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে শনিবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন।
রাসেল শিকদার বলেন, ‘বিকেল ৩টা ৫৫ মিমিটে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করে। একপর্যায়ে বিকেল ৪টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আর ৪টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।’
তবে অগ্নিকাণ্ডে সেখানে কী কী ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। এমনকি আগুন লাগার কারণও জানা যায়নি বলে জানান রাসেল শিকদার।
এদিকে জানা যায়, সাবস্টেশনে ট্রান্সফর্মার বিস্ফোরণের পরপরই রামপুরা মহানগর হাতিরঝিল এলাকায় বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে| এতে অনেক গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।