হাসপাতাল থেকে নিখোঁজ করোনা রোগীর লাশ মিলল ডোবায়
শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা রোগী নিখোঁজের পাঁচ দিন পর ডোবা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ডোবায় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সোনামিয়া ফকির (৭০) জাজিরা উপজেলার পূর্ব আড়াচণ্ডি ঠাণ্ডার মোড় এলাকার মৃত আমির ফকিরের ছেলে। তিনি একজন রিকশাচালক ছিলেন।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাজিরা থানা সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট সোনামিয়া করোনা অ্যান্টিজেন পরীক্ষা করলে পজিটিভ হয়। করোনায় আক্রান্ত হলে ওই দিনই চিকিৎসার জন্য জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট গভীর রাতে সোনামিয়া সেখান থেকে নিখোঁজ হন। পরে আজ শনিবার বেলা ১১টার দিকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবায় স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শামসুল হক বলেন, ‘আমরা সোনামিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। লাশের গায়ে বেশ কয়েকটি দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে তাঁর সঙ্গে আসলে কী হয়েছিল।’
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. রোমান বাদশাহ্ বলেন, ‘সোনামিয়া করোনা পজিটিভ ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। পরিবার তাঁর কোনো খবর নেয়নি। তিনি হয়তো মানসিক চাপে ছিলেন। পরে কী হয়েছিল জানা নেই। আজ লাশ পাওয়া গেছে।’