হিলিতে মর্টার শেল উদ্ধার
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার মহেশপুর এলাকা থেকে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত দুটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ মর্টার শেল দুটি উদ্ধার করে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, উপজেলার আলীহাট ইউনিয়নের মহেশপুর গ্রামের ইউসুফ আলী সকালের দিকে তার নিজের জমিতে কোদাল দিয়ে মাটি কাটছিলেন। এ সময় মাটিতে কোদালের কোপ দিলে লোহার শব্দ পেয়ে মাটি সরাতে থাকেন। একপর্যায়ে দুপুরের দিকে তিনি দুটি মর্টার শেল উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দেয়। পরে পুলিশ পরিত্যক্ত মর্টার শেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে মর্টার শেল দুটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে। মর্টারশেল দুটির ওজন ২৪ কেজি।