হিলিতে ২৪ স্বর্ণের বারসহ আটক ৫
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২৪টি স্বর্ণের বারসহ পাঁচ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা সংস্থা। আজ বুধবার বিকেলে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট কার্যক্রম শেষে ভারতে প্রবেশের আগমুহূর্তে তাদের আটক করা হয়।
২৪টি স্বর্ণের বারের ওজন দুই কেজি ৪০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকার বেশি। আটক হওয়া ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ জেলা সদরের বাসুদেবপুরের মনোরঞ্জন দাস ও মো. মনিরুল ইসলাম; একই জেলার ঘিওর থানার নয়াচর গ্রামের মো. ফরহাদ হোসেন ও রামদিয়ানালীর জসিম উদ্দিন এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের লোকিহারপাড়ার মো. মতিয়ার রহমান।
হিলি কাস্টমস গোয়েন্দা সংস্থার রাজস্ব কর্মকর্তা শোয়েব রহমান জানান, ভারতে সোনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় পাঁচজনকে চ্যালেঞ্জ করেন কাস্টমস গোয়েন্দা সংস্থার সদস্যরা। এরপর গোয়েন্দা অফিসে নিয়ে তল্লাশি চালিয়ে তাদের শরীরে অভিনব কায়দায় রাখা অবস্থায় ২৪টি স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।