হিলিতে ৪ সেমাই কারখানাকে জরিমানা
দিনাজপুরের হিলিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি ও বিক্রির অভিযোগে চার কারখানার মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (৩ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘রমজান ও ঈদকে সামনে রেখে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় অনুমোদনহীন ভাবে ও কেমিক্যাল রং দিয়ে সেমাই তৈরি করা হচ্ছে এমন অভিযোগ পাই। পরে ডাঙ্গাপাড়ার বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, বেশিরভাগ কারখানায় কর্মরত শ্রমিকরা এপ্রোন ও ক্যাপ ছাড়াই সেমাই তৈরি করছেন। এমনকি মাটির ঘরে তারা এসব সেমাই তৈরির কাজ করছেন। এতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় সতর্কতামূলকভাবে চারটি সেমাই কারখানার মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে তাঁরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখলে কারখানা বন্ধ করাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।