হিলি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে শাহাবুল হোসেন বাবু (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের ২৮৫-এর ২৫ সাব সীমানা পিলারের পাশে ভারত অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম জানান, নিহত যুবক ভারতীয় না বাংলাদেশি, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত হতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এদিকে হাকিমপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর সীমান্তের বাসিন্দারা দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি শাহাবুল হোসেন বাবু নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত বাবুর বাড়ি বাংলাদেশে। তিনি ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।