১১ জানুয়ারি গণ-অবস্থান কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/12/30/gnntntrmnyc.jpg)
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের গণসমাবেশ ও গণমিছিল। ছবি : এনটিভি
আগামী ১১ জানুয়ারি গণতন্ত্র মঞ্চের উদ্যোগে গণ-অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন মঞ্চের নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। আজ শুক্রবার গণমিছিল শেষে কাকরাইল মোড়ে এক সমাপনী সভায় তিনি এ ঘোষণা দেন।
বাবলু বলেন, ‘শান্তিপূর্ণভাবে আমাদের গণমিছিল শেষ হয়েছে। ১১ জানুয়ারি গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করবে। সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’
এর আগে প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে গণমিছিল বের করে গণতন্ত্র মঞ্চ। মিছিলটি পুরানা পল্টন, বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক, জোনায়েদ সাকী, শহীদুল্লাহ কায়সার, রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।