১৫০০ শীতার্ত মানুষকে কম্বল দিল তারাদেবী ফাউন্ডেশন
চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশন এক হাজার ৫০০ শীতার্ত মানুষের মধ্যে নতুন কম্বল বিতরণ করেছে। আজ সোমবার দুপুরে শহরের পান্না সিনেমা হল চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মঈনুল হক।
তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির কার্যনির্বাহী সদস্য দিলীপ কুমার আগরওয়ালার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সাহিদ গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) সভাপতি সাহিদুজ্জামান টরিক, সাধারণ সম্পাদক আসাদ মামুন ও তাঁর স্ত্রী লুবনা মামুন।
বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিরাসহ চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশের অন্যতম শীতপ্রবণ এলাকা চুয়াডাঙ্গা। শীতার্ত অসহায় মানুষের পাশে তারাদেবী ফাউন্ডেশন সহায়তার হাত বাড়িয়ে সঠিক কাজটিই করেছে। শীতার্ত অসহায় মানুষের পাশে সামর্থ্যবান অন্যদেরও এভাবে এগিয়ে আসতে হবে।