‘২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী’
আগামী ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ভাষণে প্রধানমন্ত্রী করোনাভাইরাস নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সভাকক্ষে আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সেতুমন্ত্রী।
এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, ‘করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন না হয়ে সতর্কতার সঙ্গে মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি করোনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে মানুষের জীবন রক্ষাকে অগ্রাধিকার দিয়ে স্বাধীনতা দিবসের সব আয়োজন বাতিল করেছেন। দলীয় কার্যক্রমও বাতিল করেছেন তিনি।’ শেখ হাসিনা করোনার বিষয়ে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের।
দেশে করোনা পরিস্থিতি প্রসঙ্গে সরকারের প্রস্তুতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের প্রস্তুতি নেই এ কথা ঠিক নয়। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। ঘাটতি পূরণের চেষ্টা চলছে।’
কাদের আরো বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিজয়ী হতে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা বিরাজ করছে। সরকার করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’ এ যুদ্ধে বিজয়ী হতে সবাইকে সহায়তা করার আহ্বান জানান তিনি।
সরকার কোনো তথ্য গোপন করছে না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘চীনকে অনুসরণ করে যুদ্ধ জয়ের কৌশল হিসেবে কিছু কৌশল অবলম্বন করা হয়েছে।’