২ বিদেশি নাগরিককে শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গতকাল রোববার মধ্যরাত থেকে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ থাকায় দুজন বিদেশি নাগরিককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
এ এইচ এম তৌহিদ-উল-আহসান জানান, সোমবার রাতে আইভোরি কোস্ট এবং যুক্তরাষ্ট্র থেকে দুজন বিদেশি নাগরিক বিমানবন্দরে পৌঁছে। তারা অন-অ্যারাইভাল ভিসার জন্য আবেদন করে। কিন্তু সরকার গতকাল মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা বন্ধ ঘোষণা করার কারণে কর্তৃপক্ষ তাদের পরের ফ্লাইটেই ফেরত পাঠায়।
তবে ওই এয়ারলাইনসের নাম এবং বিদেশি নাগরিকদের পরিচয় জানাননি আহসান।
এদিকে মঙ্গলবার আরো দুজন করোনাভাইরাসের রোগী পাওয়ার তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জনে দাঁড়াল।